E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন

২০১৯ আগস্ট ০৩ ১৮:০৩:৫৫
বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : উচ্চ আদালতের আদেশ অমান্য করে সন্ত্রাসী কায়দায় বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠা ভেঙ্গে গুড়িয়ে দেয়ার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী।

মোটা অংশকের চাঁদা প্রদানে অপারকতা প্রকাশ করায় বীরগঞ্জ পৌরসভার মেয়র মো.মোশাররফ হোসেন বাবুল এই অমানবিক ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেছে,মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন। তবে বীরগঞ্জ পৌরসভার মেয়র মো.মোশাররফ হোসেন বাবুল তার বিরুদ্ধে উপস্থাপন করা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন,ওই সম্পত্তি সরকারের। সরকার তা অধিগ্রহন করেছে। উচ্চ আদালতের সেই আদেশের নিস্পত্তি কয়েছে। হাটের সম্পত্তি রক্ষা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং থানা পুলিশও হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালিয়েছে।

দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের সুজালপুর হাটখোলায় আজ শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে ব্যানার-ফেন্টুনসহ প্রায় শতাধিক নারী-পুরুষ ও শিশু-কিশোর অংশ নেয়। এ সময় জমির মালিক মোজাফফর রহমান, ভাই মোস্তাফিজুর রহমান, পিতা সোলায়মান সরকার, মা মফিজা বেগম, স্থানীয় দোকানদার আনসারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশ নেয়া মোজাফফর হোসেন জানান,উচ্চ আদালতে মামলা থাকা সত্বেও কোন প্রকার নোটিশ না দিয়েই ঘরবাড়ি ভেঙ্গে ফেলে গুড়িয়ে দিয়েছে বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।

তিনি বলেন,১৯৯৮ সালে স্থানীয় আব্দুর রহমানের ছেলে মেহেদী হাসানের কাছ থেকে বীরগঞ্জ উপজেলার হাটখোলা এলাকার ১০ শতক জমি ক্রয় করেন তিনি। ওই জমিটি ২০০০ সালের এপ্রিল মাসে পেরিফেরী করে হাটের তালিকাভুক্ত করে প্রশাসন। কিন্তু কোন প্রকার ক্ষতিপুরন প্রদান করা হয়নি। ক্ষতিপুরন ছাড়াই পেরিফেরী করার পাশাপাশি খাজনা নেয়া বন্ধ করে দেয় ভুমি অফিস। পরে গত ২০১৬ সালে জমির উপর নির্মিত বাড়ি ভাঙ্গার জন্য দখল ছেড়ে দিতে নোটিশ দেয় বীরগঞ্জ পৌরসভা। এর পরিপ্রেক্ষিতে একই সালে উচ্চ আদালতে রীট করেন তিনি। এই মামলা চলমান থাকা অবস্থায় হঠাৎ করেই গত ৩১ জুলাই পৌরসভা ওই জমির উপর নির্মিত ঘরবাড়ি ভেঙ্গে ফেলে।

তিনি অভিযোগ করে বলেন, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন বাবুল জমি থেকে বসবাসরত ঘরবাড়ি না ভাঙ্গার জন্য এবং মিমাংসা করার কথা বলে ২০ লাখ টাকা চেয়েছিল। কিন্তু না দেয়ার কারনে এই ঘরবাড়ি ভেঙ্গে ফেলা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মোজাফফর রহমানের বাবা সোলায়মান সরকার বলেন, কিভাবে একটি মালিকানাধীন বাড়ি ভেঙ্গে ফেলা হলো। আমাদেরকে বলা হয়েছে বাড়িটি সরকারের। আমার কথা, আমার জমি বুঝে দিয়ে সরকার কোথায় কিভাবে নিবে তা নির্ধারন করুক। কিন্তু এভাবে মামলা থাকা ও কাগজপত্র আমাদের পক্ষে থাকা সত্বেও নোটিশ ছাড়াই ভেঙ্গে ফেলা কি অন্যায় নয়? আমি এই ঘটনার তদন্ত সাপেক্ষে উপযুক্ত ক্ষতিপুরন দাবি করছি।

এ নিয়ে হাইকোর্টের (উচ্চ আদালত) নিষেধাজ্ঞা রয়েছে। যাতে টাকা পরিশোধ না করে তাদের সম্পত্তি কেউ দখল নিতে না পারে। কিন্তু.হাইকোর্টের (উচ্চ আদালত) নিষেধাজ্ঞা আদেশ অমান্য করে ৩১ জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটে বীরগঞ্জ পৌরসভার মেয়র মো.মোশাররফ হোসেন বাবুল উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং থানা পুলিশ নিয়ে এসে উচ্চ আদালতের আদেশ অমান্য করে সন্ত্রাসী কায়দায় বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। মূলতঃ মোটা অংশকের চাঁদা প্রদানে অপারকতা প্রকাশ করায় বীরগঞ্জ পৌরসভার মেয়র মো.মোশাররফ হোসেন বাবুল এই অমানবিক ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেছেন তিনি।

মানববন্ধনে অংশ নেয়া,মজিদা বেগম জানান,এই অমানবিক কর্মকান্ডে তাদের প্রায় ২০ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে। বাড়ি আসবাবপত্র,টেলিভিশন,ফ্রিজসহ সমস্ত মালামাল নষ্ট হয়েছে এসময়।

বৃদ্ধ সোলেমান সরকার জানান, তারা এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছেন। তারা নিঃশ্ব হয়ে গেছেন,পৌর মেয়রের রোষানলে পড়ে। হঠাৎ দিন-দুপুওে বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়ায়,তাদের ক্ষতির পরিমান দাড়িয়েছে প্রায় ২০ লাখ টাকা।

এ বিষয়ে বীরগঞ্জ পৌরসভার মেয়র মো.মোশাররফ হোসেন বাবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে উপস্থাপন করা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন,ওই সম্পত্তি সরকারের। সরকার তা অধিগ্রহন করেছে। উচ্চ আদালতের সেই আদেশের নিস্পত্তি কয়েছে। হাটের সম্পত্তি রক্ষা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং থানা পুলিশও হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালিয়েছে।

তবে এবিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেনের সাথে যোগাযোগ করা হলেও তিনি মুঠোফোন ধরেননি। তাই,তার মতামত নেয়া সম্ভব হয়নি।

(এস/এসপি/আগস্ট ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test