E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আরও দুই ডেঙ্গু রোগী সনাক্ত

আগৈলঝাড়ায় শিশুর ডেঙ্গু পরীক্ষায় পজেটিভ, ঢাকার পরীক্ষায় নেগেটিভ!

২০১৯ আগস্ট ০৪ ১৬:৫৪:১৪
আগৈলঝাড়ায় শিশুর ডেঙ্গু পরীক্ষায় পজেটিভ, ঢাকার পরীক্ষায় নেগেটিভ!

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় নতুন করে আরও দুই জন ডেঙ্গু রোগী সনাক্ত করেছেন চিকিৎসকেরা। উপজেলায় এপর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাড়িয়েছে ১০ জনে।

উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. মামুন মোল্লা জানান, শুনবার বিকেলে জ্বর নিয়ে হানপাতালে চিকিৎসার জন্য আসেন ঘোড়ারপাড় কাঠিরা গ্রামের সারোয়ার খানের ছেলে সজীব খান (২১) ও বাগধা গ্রামের এমদাদুল হক খানের স্ত্রী কল্পনা বেগম (৪৫)।

তাদের ডেঙ্গু পরীক্ষায় পজেটিভ রিপোর্ট ধরা পরলে উন্নত চিকিৎসার জন্য তাদের রবিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা করেন। ডেঙ্গু সনাক্ত হওয়া দুজনেই ঢাকায় বসবাস করে এলাকায় এসেছিলেন বলে রেজিস্ট্রারে দেখা গেছে। এপর্যন্ত উপজেলায় ১০ জন ডেঙ্গু রোগী সনাক্ত হলেও তারা সকলেই ছিলেন ঢাকার বাসিন্দা।

এদিকে ১আগষ্ট জ্বর নিয়ে সুজন মিস্ত্রীর নয় মাসের মেয়ে স্বপ্নাকে নিয়ে হাসাপাতালে গেলে দু’ জায়গায় দু’বার পরীক্ষার পর তাকে ডেঙ্গু রোগী হিসেবে সনাক্ত করেন ডা. বখতিয়ার আল মামুন। তিনি স্বপ্নাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

শিশু স্বপ্নার স্বজনেরা বরিশাল থেকে তাকে ঢাকা নিলে সেখানের চিকিৎসকেরা পুনরায় স্বপ্নার ডেঙ্গু পরীক্ষা করান। ঢাকার পরীক্ষায় স্বপ্নার ডেঙ্গু ধরা পরেনি। তিন জায়গার দুরকম পরীক্ষার ফলাফলে স্বপ্নার স্বজনেরা এখন তার চিকিৎসা নিয়ে পরেছেন মহাবিপাকে।

(টিবি/এসপি/আগস্ট ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test