E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডেঙ্গু নিয়ে শেবাচিমে ২৪ ঘন্টায় ৩৫ রোগী ভর্তি

২০১৯ আগস্ট ০৪ ১৬:৫৯:৩৩
ডেঙ্গু নিয়ে শেবাচিমে ২৪ ঘন্টায় ৩৫ রোগী ভর্তি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দক্ষিণাঞ্চলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ফলে বরিশাল শেবাচিম হাসপাতালেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। শনিবার এ হাসপাতালে ১৩৯জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার এ সংখ্যা ছিলো ১১৪ জন।

হাসপাতালের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। যারমধ্যে পুরুষ ২০জন, নারী ১৪জন ও শিশু একজন। আর চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ্য হয়ে গত ২৪ ঘন্টায় বাড়ি চলে গেছেন তিনজন পুরুষ ও পাঁচজন নারী। অপরদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঞা।

শুক্রবার তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বৃহস্পতিবার তার শারীরিক অসুস্থতা দেখা দিলে তিনি বরিশাল নগরীর বেলভিউ ডায়াগনষ্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষা করান। এতে তার ডেঙ্গু সনাক্ত হয়।

(টিবি/এসপি/আগস্ট ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test