E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটার পাইকপাড়া দিঘিটি এখন মশা উৎপাদনের কারখানা!

২০১৯ আগস্ট ০৫ ১৫:২৫:২৭
পাথরঘাটার পাইকপাড়া দিঘিটি এখন মশা উৎপাদনের কারখানা!

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটা পৌরসভার পাইকপাড়া দিঘিটি মশা প্রজননের কারখানা হিসাবেই দেখছেন এখন পৌরবাসী।

দিঘিটি বর্তমানে কচুরিপানা,ময়লা আবর্জনার ভাগারে পরিনত হয়েছে। শহরের জনগুরুত্বপূর্ন এ জলাশয়টি দিয়ে আগে শত শত পরিবারের স্নান সহ সংসারে নানা কাজে জলের চাহিদা মেটানো হতো।কিন্তু মানুষের উপকারের কথা বাদ দিয়ে হলেও দিঘিটিকে ভাগাড়মুক্ত করার দাবী পৌরবাসীর। এখানে মশা মাছি সহ নানা পোকা মাকড়ের স্থায়ী ঠিকানা হলেও উপজেলা প্রশাসনের কোনো নজর নাই।

অবঃশিক্ষক ও সমাজ সেবক আলহাজ্ব সফিউদ্দিন মাস্টার মনে করেন,সরকারের দিকে না তাকিয়ে থেকে যার যার বাড়ির আশেপাশের ময়লা- আবর্জনা নিজেরা পরিস্কার করলেই তো হয়।পাথরঘাটার অনেক পুকুর ডোবা নালা অপরিস্কার। যার সীমানায় যেটুকু আছে,তিনি ওইটুকু পরিস্কার রাখবেন বলেও তিনি মনে করেন।

স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন আস্থার সভাপতি শফিকুল ইসলাম খোকন বলেন, গত বছর আমরা প্রশাসনের সহযোগীতায় পাইকপাড়া দিঘিটিকে কচুরিপানা মুক্ত করি। পরে তা আবার ময়লা আবর্জনার ভাগারে পরিনত হয়েছে।
ডেঙ্গুমশার আক্রমন থেকে বাঁচতে দ্রুত পৌরশহরের সকল দিঘি,ডোবানালা নর্দমামুক্ত করার দাবী জানান তিনি।

সেচ্ছায় রক্তদাতা প্রতিষ্ঠান প্রত্যয়'র সভাপতি মেহেদী শিকদার বলেন, মশার উপদ্রপ থেকে রক্ষাপেতে দিঘিটি পুনঃউদ্ধার এবং একমাত্র খাবার পানির অরক্ষিত রিজার্ভ পুকুরের চারপাশে কাটাতারের বেড়া নির্মান জরুরী হয়ে পরেছে।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির আজ তার সন্মেলন কক্ষে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকদের সমন্বয়ে আলোচনা সভার আয়োজন করেছেন।

(এটি/এসপি/আগস্ট ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test