E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডেঙ্গু প্রতিরোধে দিনাজপুরে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল

২০১৯ আগস্ট ০৫ ১৫:৩৩:৪২
ডেঙ্গু প্রতিরোধে দিনাজপুরে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধের জন্য স্বাস্থ্য বিভাগের ৩সদস্যের একটি প্রতিনিধি দল এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। সেই সাথে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে,ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সেমিনার। 

আজ সোমবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোজ খবর নেন প্রতিনিধি দল। দলে ছিলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যাপক এম এ জলিল চৌধুরী, মিডফোর্ড হাসপাতালের সহকারী অধ্যাপক আব্দুস ছাত্তার, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক তারভির আহমেদ। ডেঙ্গু চিকিৎসা সেবা নিয়ে হাসপাতালের পরিচালক আবু মোঃ খইরুল কবিরের সাথে তারা আলোচনা করেন।

বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যাপক এম এ জলিল চৌধুরী বলেন, ঈদের ছুটিতে ঢাকা ছাড়লে সাড়া দেশে ডেঙ্গুর প্রভাব আরো বাড়তে পারে। যারা ঢাকা থেকে আসছে তারা ডেঙ্গুর ভাইরাস নিয়ে আসছে।আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস,ট্রেনে স্প্রে করা হচ্ছে, যাতে করে মশাটা সারাদেশে ছড়িয়ে না পরে।তাই বাস ও ট্রেনের ড্রাইভারদের সচেতন হতে হবে।

পরিদর্শন শেষে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সেমিনারে যোগ দেন।

আজ সোমবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন ।

(এস/এসপি/আগস্ট ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test