E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্জ্যরে ডাম্পিং স্টেশন স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ডিসি অফিস ঘেরাও

২০১৯ আগস্ট ০৫ ১৭:১৮:২৭
বর্জ্যরে ডাম্পিং স্টেশন স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ডিসি অফিস ঘেরাও

জামালপুর প্রতিনিধি : ‘পরিবেশ ও জনবসতি বিনষ্টকারী ময়লা-আবর্জনার ডাম্পিং স্টেশন আমরা চাই না’ এই প্রতিপাদ্যে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ঘেরাও কর্মসূচি পালন করেছে মেঘারবাড়ি গ্রামের লোকজন। বিক্ষোভ মিছিলটি ৫ আগস্ট সোমবার সকাল ১১ টায় জামালপুরের মেলান্দহ উপজেলার মেঘারবাড়ি গ্রাম থেকে বের হয়ে দুপুর ১২টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ঘেরাও কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের টিকাদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাউর রহমান মানিক, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান খলিল, উপজেলা কৃষক লীগের সভাপতি আশরাফ হোসেন তারা প্রমুখ।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আমরা মেলান্দহ পৌরবাসী আমাদের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে চাই। অথচ জনবসতিপূর্ণ মেঘারবাড়ি গ্রামে ময়লা-আবর্জনা ফেলছে মেলান্দহ পৌরসভা। মেলান্দহের সমস্ত ময়লা-আবর্জনার ডাম্পিং স্টেশন বানানো হয়েছে মেঘারবাড়ি গ্রামে। সরকারিভাবে ভূমি অধিগ্রহণের নামে জনগণকে ভোগান্তিতে ফেলছে কতিপয় নেতা ও প্রশাসনের লোকজন। এর আগে দুইবার স্মারকলিপি দিয়েও কাজ হয় নি। আজ ঘেরাও কর্মসূচি পালন করছি। এরপরেও যদি কাজ না হয় তবে জামালপুর টু দেওয়ানগঞ্জ রোড অবরোধ করা হবে এবং কঠোর কর্মসূচি দেওয়া হবে।

(আরআর/এসপি/আগস্ট ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test