E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে তিন কোম্পানির ৩ বস্তা অবৈধ বিড়ি জব্দ

২০১৯ আগস্ট ০৫ ২৩:৪১:৩৯
জামালপুরে তিন কোম্পানির ৩ বস্তা অবৈধ বিড়ি জব্দ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে মূসক ভ্যাট চালান ফাঁকি দিয়ে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে কমমূল্যে বাজারজাত করায় বাদশা-২সহ ৩ কোম্পানির বিড়ি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে সোমবার (৫ আগস্ট) জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর বাজারসহ ইসলামপুরের গুঠাইল ও ধর্মকুড়া বাজারে অভিযান চালিয়ে ৫ বস্তা বিড়ি জব্দ করা হয়।

কাস্টমস অফিস ও স্থানীয় সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মেলান্দহের শ্যামপুর বাজারে হযরত আলী বাঘার মালিকানাধীন বাদশা-২ বিড়ি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে মুসক ভ্যাট চালানবিহীন ও লেভেলে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে কমমূল্য থাকায় ৩ বস্তা বাদশা-২ বিড়ি জব্ধ করা হয়। সরকারি সর্বনিম্ন মূল্য প্রতি প্যাকেট ১৪.৫০ টাকা। অথচ সেই বিড়ির প্যাকেটের গায়ে মূল্য লেখা ছিল ১০ টাকা।

হযরত আলী দীর্ঘদিন ধরে মূসক ভ্যাট ফাঁকি দিয়ে বাদশা-২ বিড়ি নামে অবৈধ বিড়ির ব্যবসা করে আসছিল।
এ ছাড়াও ইসলামপুর উপজেলার গুঠাইল ও ধর্মকুড়া বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে একই অভিযোগে ১ বস্তা আপন বিড়ি ও ১ বস্তা রত্না বিড়ি জব্দ করা হয়েছে। অভিযান চালিয়ে বিড়িগুলো জব্দ করা হলেও কাউকে গ্রেফতার করা হয় নি।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট জামালপুর সার্কেল-১ এর রাজস্ব কর্মকর্তা এম এম সালাউদ্দিন জানান, ইসলামপুরের গুঠাইল বাজার হয়ে বিভিন্ন কোম্পানির অবৈধ বিড়ি এ জেলায় ঢুকছে, এমন সংবাদ পেয়ে ওইসব এলাকায় অভিযান চালানো হয়। জব্দকৃত বিড়ির বিষয়ে তিনি জানান, ১ সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। মামলাসহ জরিমানাও হতে পারে।

(আরআর/এসপি/আগস্ট ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test