E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাস-মাইক্রোবাস সংঘর্ষে সাবরেজিস্ট্রারসহ নিহত ৩

২০১৯ আগস্ট ০৬ ১৭:২৮:১৩
বাস-মাইক্রোবাস সংঘর্ষে সাবরেজিস্ট্রারসহ নিহত ৩

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ (৬ আগস্ট) মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সাবরেজিষ্টার নুশরাত জাহান (৩৮)সহ তাঁর বাসার কাজের মেয়ে জান্নাত খাতুন সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। এসময় তাঁর ২সন্তানও চালককে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালকও মারা যায়।

জানা যায়, ৬আগষ্ট মঙ্গলবার সকালে কুড়িগ্রাম থেকে ব্যক্তিগত প্রাইভেট কার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে গোবিন্দগঞ্জ শহরের বোয়ালিয়া এলাকায় শঠিবাড়ী সেবা পরিবহন বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে প্রাইভেট কারটি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই সাবরেজিষ্টার নুশরাত জাহান ও তার বাসার কজের মেয়ে জান্নাত খাতুন নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রাইভেট কারের চালক সহ তাঁর ২সন্তান গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় চালক মারা যায় বলে জানা যায়। নুশরাত জাহান রাজারহাট উপজেলা সাবরেজিষ্টার অফিসে মহিলা সাবরেজিষ্টার হিসেবে গত ২০১৮ সালের ১লা এপ্রিল যোগদান করেন। তাঁর অকাল মৃত্যুতে রাজারহাট উপজেলা সাবরেজিষ্টার অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখক সমিতিসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা- কর্মচারী তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আঃ কাদের জিলানী বলেন, নিহতদের গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদুল ও রাজারহাট অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার নিশ্চিত করেন।

উল্লেখ্য, সাবরেজিষ্টার নুশরাত জাহান মুন্সিগঞ্জ জেলার শাহজামাল ইসলামী ব্যাংকের ম্যানেজার আনিছুর রহমানের সহধর্মিনী ছিলেন।

(পিএস/এসপি/আগস্ট ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test