E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় পশুর হাটের ইজারাদারদের সঙ্গে ওসির মতবিনিময় সভা

২০১৯ আগস্ট ০৬ ১৭:৫৮:৫৭
আগৈলঝাড়ায় পশুর হাটের ইজারাদারদের সঙ্গে ওসির মতবিনিময় সভা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে ইজারাদারদের সঙ্গে ওসির মত বিনিময় সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার সকালে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন এর অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন পরামর্শ মুলক বক্তব্য প্রদান করেন।

এসময় ঈদ উপলক্ষে অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে সচেতন থাকা, এক বাজারের গরুর ট্রাক জোরপূর্বক অন্য বাজারে না নেয়া, বাজারের নির্দিষ্ট এলাকার বাহিরে গরু না রাখা, আলাদা পোশাকে পর্যাপ্ত পরিমাণ স্বেচ্ছাসেবক রাখা, বাজারে পর্যাপ্ত পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা রাখা, তালিকা কাউন্টারের সামনে দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখা, জনসচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন রাখা, আপদকালীন সময়ের জন্য জেনারেটরের ব্যবস্থা রাখার নির্দেশ দেন।

এসময় পশুর হাট সুষ্ঠভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ঠ এলাকায় দ্বায়িত্বপ্রাপ্ত অফিসারদের নির্দেশনা প্রদান করেন তিনি।

বড় ব্যবসায়ীদের বেশি পরিমানে টাকা স্থানান্তরের ক্ষেত্রে স্থানীয় থানা-পুলিশের সহায়তা গ্রহনেরও আহ্বান জানান তিনি।

ওসি জানান, আগৈলঝাড়ায় গৈলা, রতœপুর, রাজিহার ইউনিয়নে তিনটি পশুরহাট পরিচালিত হবে। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন, এসআই মো. শাহাব উদ্দিন ও আগৈলঝাড়া থানার বিভিন্ন পশুর হাটের ইজারাদাররা।

(টিবি/এসপি/আগস্ট ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test