E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় নদী ভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবি

২০১৯ আগস্ট ০৬ ১৮:২৬:২৫
গাইবান্ধায় নদী ভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবি

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় নদী ভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে বাসদ মার্কসবাদী।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে এ দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা বহন করে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মীরা।

মিছিলটি গাইবান্ধা জেলা শহরের ১নং রেলগেট এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলের জেলা কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু, আবু রাহেন শফিউল্যাহ, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

বক্তারা বন্যা সমস্যার স্থায়ী সমাধান, বন্যাত্তোর কৃষি পুনর্বাসন, বেকার কৃষি শ্রমিকদের কর্মসংস্থান, তাদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা এবং ডেঙ্গু প্রতিরোধে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহজ শর্তে সুদ মুক্ত কৃষি ঋণ, এনজিওদের ঋণ মওকুফ, বন্যা মোকাবেলায় বাঁধ শক্তিশালী করারও দাবি জানান।


(এস/এসপি/আগস্ট ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test