E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়া নব নির্মিত উপজেলা পরিষদ ভবন পরিদর্শন করলেন হাসানাত আবদুল্লাহ 

২০১৯ আগস্ট ০৮ ১৬:৫৬:৫৮
আগৈলঝাড়া নব নির্মিত উপজেলা পরিষদ ভবন পরিদর্শন করলেন হাসানাত আবদুল্লাহ 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় ৭ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে উদ্বোধন করা আগৈলঝাড়া উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন, শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুম পরিদর্শন করলেন জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। বৃহস্পতিবার সকালে সরকারী কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীদের নিয়ে আকস্মিক পরিদর্শন করেন এমপি। 

এসময় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরিন তন্নি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিথ ছিলেন।

পরিদর্শন শেষে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ ’৭৫এর ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে নিহত তাঁর ছেলে ‘শহীদ সুকান্ত আবদুল্লাহ’র নামে নামকরনকৃত হল রুমে সকল কর্মকর্তার সাথে ফটো সেশনে অংশ নেন।।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা পরিষদের সম্প্রসারিত চারতলা আধুনিক ভবন ও হল রুম এবং ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা নির্বাহী অফিসারের দ্বিতল আধুনিক বাসভবনসহ তিনটি নতুন ভবন ৩০ জুলাই উদ্বোধন করার কথা থাকলেও মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তার পক্ষে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ভবনের উদ্বোধন করেছিলেন।

(টিবি/এসপি/আগস্ট ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test