E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এখনও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল 

বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে ট্রেন লাইনচ্যুত : ঘরমুখো মানুষের চরম ভোগান্তি

২০১৯ আগস্ট ০৯ ১৮:২৬:১২
বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে ট্রেন লাইনচ্যুত : ঘরমুখো মানুষের চরম ভোগান্তি

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে দেশের পশ্চিম-দক্ষিনাঞ্চলের সাথে ট্রেন চলাচল সাড়ে ৫ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি। চরম ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো হাজার হাজার মানুষ। এদিকে লাইনচ্যুত হওয়ায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ৪টা ৪০ মিনিটে সেতু পাড় হয়ে যায়। কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মাসুম আলী খান বলেন, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে উঠার আগে ট্রেনের ৭ নাম্বার বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। স্টেশন মাষ্টার আরো বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনে ধুমকেতু, টাঙ্গাইলে একতা, মহেড়ায় নীলসাগর, মির্জাপুরে বনলতা, মৌচাকে রংপুর এক্সপ্রেস এবং সিরাজগঞ্জে সিল্কসিটি ট্রেন আটকা পড়ে।

সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনে আটকে থাকা ধুমকেতু ট্রেনের ছাদ ও ভেতরে যাত্রীদের ভীড়ে বিন্দুমাত্র জায়গা নেই। নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন যাত্রায় উঠেছেন।

গাজীপুরের জয়দেবপুর থেকে উঠা সিরাজগঞ্জগামী রোকসানা বেগম নামের এক গার্মেন্টস শ্রমিক বলেন, সড়কে গাড়ীতে অনেক যানজট অয়, তাই কষ্ট কইরা ট্রেনে উঠছি। তাড়াতাড়ি বাড়ী যামু। তারমধ্যে ট্রেনে নষ্ট অইয়া আটকা পইড়া আছি। এদিকে বগিচ্যুত সুন্দরবন এক্সপ্রেসে খুলনাগামী রাসেল রানা নামের যাত্রী বলেন, ট্রেনে দাঁড়িয়ে থাকার জায়গাটুকুও নাই। লাইনের সমস্যা ঈদের আগেই দেখে মেরামত করা দরকার ছিল। এখানে আরো বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারতো।

লাইনচ্যুত হওয়ার স্থানে দেখা যায় রেলের শ্রমিকরা লাইনে সংস্কার কাজ করছেন। আব্দুর রাজ্জাক নামের এক শ্রমিক জানান, সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। আমরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, সংস্কার কাজ শেষ করে লাইন নিরাপদ করতে কতক্ষণ লাগবে তা বলা যাচ্ছেনা।

সিরাজগঞ্জ থেকে জয়দেবপুর রেলস্টেশনের দায়িত্বরত ট্রাফিক ইনপেক্টর শাহীনুর ইসলাম বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে প্রায় ২০০ মিটার লাইনে নতুন স্লিপারে ডগপিন লাগানো হয়নি। সেইসাথে পুরাতন স্লিপারগুলো দূর্বল হয়ে গেছে। ফলে ট্রেনের অতিরিক্ত চাপে একটি বগির চাকা সরে গিয়ে এ ঘটনা ঘটে। তিনি আরো বলেন, ট্রেনটি বগিচ্যুত হওয়ায় ঢাকা-চিলাহাটি, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-রাজশাহী এবং স্টেশনগুলোর ঢাকামুখী সকল ট্রেন চলাচল বন্ধ থাকে।

ট্রেনের বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম বলেন, আমাদের টীম ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে তদন্তের পর ঘটনার মূল কারণ জানা যাবে।

(আরকেপি/এসপি/আগস্ট ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test