E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সাইফুজ্জামান শিখর এমপি

২০১৯ আগস্ট ১০ ১৫:৩৭:১২
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সাইফুজ্জামান শিখর এমপি

মাগুরা প্রতিনিধি : ডেঙ্গু মশার বিস্তার রোধে ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন মাগুরা-১ আসনের সাংসদ এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । 

শনিবার সকাল সাড়ে ৮ টায় পৌর সভার ৯ নং ওয়াডের হাসপাতাল পাড়ায় সুইপার কলোনীতে তিনি পরিদর্শন করেন এবং পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ নেন ।

সুইপার করোনীর হরিজন সম্প্রদায়ের সভাপতি কমল হেলা জানান, আমাদের করোনীতে প্রায় দেড় শতাধিক পরিবার বসবাস করে । কিন্তু দীর্ঘদিন এখানে পানি নিস্কাষনের কোন ড্রেন না থাকার কারণে বিভিন্ন স্থানে পানি জমে থাকে । আর এ জমা পানি থেকে নানা ধরণের রোগ সৃষ্টি হচ্ছে । ফলে আমরা নানা রোগে আক্রান্ত হচ্ছি । তাই আমাদের দীর্ঘ দিনের দাবী অবিলম্বে এ এলাকায় ড্রেনের ব্যবস্থা করা হোক ।

মাগুরা-১ আসনের সাংসদ এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, সরকার ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে কাজ করছে । ইতি মধ্যে মাগুরা পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে কাজ করছে । শহরের বিভিন্ন পাড়া ,মহল্লায় পরিস্কার পরিচ্ছন্নতা চলছে । সবার সম্মিল্লিত প্রচেষ্টার মাধ্যমে আমরা কাজ করতে চাই । এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন ।

(ডিসি/এসপি/আগস্ট ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test