E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

খালেদার মুক্তি ও ডেঙ্গু প্রতিরোধে জামালপুরে বিএনপির প্রচারপত্র বিলি 

২০১৯ আগস্ট ১০ ১৭:২৯:৩২
খালেদার মুক্তি ও ডেঙ্গু প্রতিরোধে জামালপুরে বিএনপির প্রচারপত্র বিলি 

জামালপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে শহরে প্রচারপত্র বিলি করেছেন জামালপুর জেলা বিএনপি। 

শনিবার সকাল ১১টা থেকে শুরু হয় এ কর্মসূচি। জামালপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ প্রচারপত্র বিলি করেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ১১টায় শহরের দয়াময়ী মোড়ে প্রচারপত্র বিলির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।

পরে প্রধান সড়কের দু’পাশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ও পথচারীদের মাঝে এ প্রচারপত্র বিলি করা হয়। প্রচারপত্র বিলি করার সময় জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, বিশেষ সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, সি: যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

(আরআর/এসপি/আগস্ট ১০, ২০১৯)

পাঠকের মতামত:

০৬ আগস্ট ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test