E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ওয়ার্ড উদ্বোধন

২০১৯ আগস্ট ১০ ১৭:৫৪:৩৫
টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ওয়ার্ড উদ্বোধন

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য অত্যাধুনিক ৩৪ বেডের ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল-৫ (সদর) আসনের  সংসদ সদস্য ছানোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে ওয়ার্ডের উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নারায়ন চন্দ্র সাহা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বিএম-এর টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

পরে তারা চিকিৎসার বিষয়ে চিকিৎসক ও রোগীদের সাথে আলাপ করেন। আসন্ন ঈদের ছুটিতে যাতে চিকিৎসার কোন কমতি না হয় সে বিষয়ে চিকিৎসকদের নিদের্শনা দেন।

টাঙ্গাইল জেনারেল হাসতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা বলেন, এখন পর্যন্ত হাসপাতালে ৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে ২৮ জন পুরুষ, ৮ জন শিশু ও ১৯ জন মহিলা ভর্তি রয়েছে।

তিনি আরো বলেন, এ পর্যন্ত এ হাসপাতালে ২২৮ জন রোগী ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ১৪৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। আর ২৪ জনকে রেফার্ড করা হয়।


(আরকেপি/এসপি/আগস্ট ১০, ২০১৯)

পাঠকের মতামত:

০৬ জুন ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test