E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তারেকের বিচারের রায় কার্যকর করার দাবি

২০১৯ আগস্ট ২১ ২২:১৫:২৭
তারেকের বিচারের রায় কার্যকর করার দাবি

স্টাফ রিপোর্টার: ২১ আগস্টের গ্রেনেড হামলার অভিযুক্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানিয়েছে ‘রক্তাক্ত ২১ আগস্ট রক্তপিপাসু প্রতিরোধ মঞ্চ।’

বুধবার (২১ আগস্ট) বিকেলে নগরের বহদ্দারহাটে মানববন্ধন করে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

আওয়ামী লীগ নেতা মিনহাজুল আবেদিন সায়েমের সভাপতিত্বে ও কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মুকসুদ আলীর সঞ্চালনায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ঈসা, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অলিদ চৌধরী, আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দীন খোকন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কে এম শহীদুল কাওসার, নগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য লিটন রায় চৌধুরী ও থানা আওয়ামী লীগ নেতা এস এম জেড খসরু।

বক্তারা বলেন, আগস্ট মাস আসলে বঙ্গবন্ধুর খুনিরা রক্তের হোলি খেলায় মেতে উঠে। জাতির পিতার পরিবারকে পুরোপুরি নিঃশেষ করার হীন মানসিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইশারায় গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনায় মূল হোতা তারেক রহমান। তাকে বিচারের মুখোমুখি করতে হবে।

উপস্থিত ছিলেন মো. সায়েম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইয়াসিন আরাফাত, আ জ ম নাছির উদ্দিন শিক্ষা পরিষদের সভাপতি ফয়সাল বাপ্পী, হাজেরা তজু কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হক, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সালাউদ্দিন, নগর যুবলীগ নেতা তারেক ইকবাল, নগর ছাত্রলীগের সহ সভাপতি মহিউদ্দিন মাহী, দিদারুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আবু সায়েম, নগর ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য হুমায়ুন কবির, নাছির উদ্দীন কুতুবী, হেমায়তুল ইসলাম মুন্না, আব্দুল্লাহ আল সুমন, কামরুল ইসলাম আরমান, তুষার সম্পদ, এম আর কে আবিদ, ইমরান হোসেন মনি, বিশ্বজিত সেন, রিদুয়ানুল ইসলাম, মোহাইমেনুল ইসলাম শুভ, ফরহাদ খান, ফারুক আজম শাওন, ইয়াছিন আরাফাত, ইরফান মাহমুদ, শাহেদ আমিন, সাগর ইসলাম, তৌহিদুল ইসলাম প্রমুখ।

(ওএস/এএস/আগস্ট ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test