E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শিবচরে ডেঙ্গু কেড়ে নিল গৃহবধূর প্রাণ

২০১৯ আগস্ট ২৫ ১৩:৪৩:২২
শিবচরে ডেঙ্গু কেড়ে নিল গৃহবধূর প্রাণ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমি আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সুমি আক্তার উপজেলার কাঁঠালবাড়ি ঘাট এলাকার স্পিডবোটচালক আনোয়ার ফকিরের স্ত্রী।

এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিবচর উপজেলায় চারজনসহ মাদারীপুরে আটজন মারা গেলেন।

সুমি আক্তারের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০ আগস্ট জ্বরে আক্রান্ত হয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সুমি। পরে ডেঙ্গু ধরা পড়ে তাঁর। গতকাল তাঁর অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। সুমি এক মেয়ে ও দুই ছেলের মা।

শিবচর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল মোকাদ্দেস বলেন, ‘গতকাল রাতে সুমির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই তিনি প্রাণ হারান।’ বর্তমানে শিবচর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৪ জন রোগী ভর্তি আছেন বলে তিনি জানান।

(ওএস/পিএস/আগস্ট ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test