E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০০ মিটার এলাকায় ধ্বস

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের গাইডরক্ষা বাঁধে ভাঙন

২০১৯ আগস্ট ৩০ ১৭:০০:৫৩
বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের গাইডরক্ষা বাঁধে ভাঙন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে মূল গাইড রক্ষা বাঁধে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সেতুর ৪০০ মিটার দক্ষিণ-পূর্ব পাশে এ ভাঙন দেখা দিয়েছে। 

ফলে হুমকির মুখে পড়েছে বঙ্গবন্ধু সেতুসহ আশ পাশের বেলটিয়া, গড়িলা বাড়ি, আলীপুর, সিংগুলী, ভৈরব বাড়ি, পৌলী ও কাকুয়া গ্রামের হাজার হাজার বসতভিটা ও ফসলি জমি। ভাঙনরোধে এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ গ্রহন করেনি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, ইতিমধ্যেই বাঁধের ১০০মিটার এলাকা ধ্বসে গেছে। এতে ৪২ মিটার গভীরতার সৃষ্টি হয়েছে। ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

(আরকেপি/এসপি/আগস্ট ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test