E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটা-ঢাকা সড়ক উন্নয়ন-প্রশস্থকরণ : ঠিকাদারের খামখেয়ালীপনায় বারছে দুর্ভোগ!

২০১৯ আগস্ট ৩১ ১৬:৪২:০০
পাথরঘাটা-ঢাকা সড়ক উন্নয়ন-প্রশস্থকরণ : ঠিকাদারের খামখেয়ালীপনায় বারছে দুর্ভোগ!

অমল তালুকদার, বরগুনা : বরগুনার পাথরঘাটা-ঢাকা সড়কের পাথরঘাটাংশের পাথরঘাটা থেকে কেরামতপুর পর্যন্ত সড়কের  বেহাল অবস্থা। গুরত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন ও প্রশস্তকরণের কাজ কচ্ছপগতিতে চললেও প্রতিবাদ করছেন না কেউ। প্রচন্ড বৃষ্টিপাতের ফলে সড়কের  বালু আর ইটের খোয়া গলে গেছে। 

বাস-ট্রাক, রিক্স-ভ্যান কোনো সড়কযান-ই এই পথধরে চলতে পারছেনা সঠিকভাবে। গর্ভবতী নারী আর হার্টের অসুস্থ্য রুগী নিয়ে জরুরী এ্যম্বুলেন্সগুলো পরছে মহাবিপদে। বিশাল বিশাল গর্তে প্রায়-ই জরুরী মাছ এবং কাঁচামালের ট্রাক আটকে যাচ্ছে।পচে নষ্ট হচ্ছে সমূদ্র থেকে আহরিত ইলিশসহ মূল্যবান মৎস্য সম্পদ।

নাম না প্রকাশের শর্তে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে পিরোজপুরের চরখালী থেকে পাথরঘাটা পর্যন্ত এই সড়কটির উন্নয়ন ও প্রশস্ত করনের কাজ প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্প একনেক্-এ অনুমোদন পায়। এরপরে বেশক'টি ঠিকাদারী প্রতিষ্ঠান আলাদা আলাদা ভাগে কাজ শুরু করে এবং অধিকাংশ কাজ সমাপ্ত হলেও পাথরঘাটার এই অংশের কাজ কখনো বন্ধ থাকছে আবার কখনো চলছে কচ্ছপ গতিতে।

বিষয়টি প্রসংগে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বলেন, ঠিকাদারের কাজে দূর্নীতি এবং অনিয়ম দেখে আমি বাঁধা দেই এবং ওই দপ্তরের ইঞ্জিয়ারকে অবহিত করি। সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমান মিলে যাওয়ায় দীর্ঘদিন ঠিকাদার কাজ বন্ধ রাখে। কিছুদিন আগে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত কাজ সমাপ্ত করতে নির্দেশ দেয়া হলে তারা আবার কাজ আরম্ভ করে। সড়কটির এই অংশের ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম তমা কনস্ট্রাকশন।

অভিযোগ আছে, তমা কনস্ট্রাকশন অতি মুনাফার আশায় সড়কের কাজে নিম্নমানের ইট,বালু ব্যবহার করেছে। যা সামান্য বৃষ্টপাতে গলে একধরনের ঝোলাগুড়ে পরিনত হয়েছে। এমনদূর্নীতিগ্রস্থ ঠিকাদারী প্রতিষ্ঠান কেমন করে গুরত্বপূর্ণ সড়কের কাজটি বাগিয়ে নিলো? সে প্রশ্ন এই জনপদের সচেতন মহলের।

(এটি/এসপি/আগস্ট ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test