E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও মান নিয়ে ক্ষোভ

২০১৯ আগস্ট ৩১ ২৩:০৬:৫৯
জামালপুরে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও মান নিয়ে ক্ষোভ

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলায় চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় কাজের অগ্রগতি ও মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ। তিনি মান ঠিক রেখে কাজের গতি বাড়ানোর জন্য জেলা প্রশাসকসহ উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানদের তদারকির নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসনের আয়োজনে ৩১ আগস্ট শনিবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মির্জা আজম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, ফরিদুল হক খান দুলাল এমপি, আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপিসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানেরা।

পর্যালোচনা সভায় মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ বলেন, জামালপুরকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হলেও প্রকৃতপক্ষে ভিক্ষুকমুক্ত হয়নি জামালপুর। পথে-ঘাটে, অফিস-আদালতে এখনো ভিক্ষুকদের আনাগোনা চোখে পড়ে।

সমস্ত উন্নয়ন কাজে ধীরগতি উল্লেখ করে তিনি আরও বলেন, যেসব উন্নয়ন কাজ চলমান সেসবের মান সন্তোষজক নয়। কাজগুলো ধীর গতিতে চলছে। অনেক প্রকল্পের জমি অধিগ্রহনের কাজ ধীরগতিতে হওয়ায় বছর শেষে বরাদ্ধের টাকা ফিরে যাচ্ছে এভাবে চললে জেলার সার্বিক উন্নয়ন কাজ ব্যহত হবে। উন্নয়ন কর্মকান্ড গতিশীল করতে জেলা প্রশাসকসহ উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।

(আরআর/এসপি/আগস্ট ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test