E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোটি টাকা আত্মসাৎ, টাকা ফিরে পাওয়ার দাবিতে পাবনায় গ্রাহকদের মানববন্ধন 

২০১৯ সেপ্টেম্বর ০৩ ১৫:৫৩:১৪
কোটি টাকা আত্মসাৎ, টাকা ফিরে পাওয়ার দাবিতে পাবনায় গ্রাহকদের মানববন্ধন 

পাবনা প্রতিনিধি : পাবনায় মেঘনা লাইফ ইন্স্যরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী ক্ষুদ্রবীমা (তাকাফুল) ডিভিশন এর নামে কোটি টাকা আত্মসাৎর অভিযোগে ভুক্তভোগী গ্রাহকরা আজ দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ।

পাবনা সদর উপজেলার গাছপাড়ায় প্রায় ৪০ জনের গ্রুপ গ্রাহকরা মো: মোজাহার হোসেন (৪২) নামের পাবনা ব্রাঞ্চ ম্যানেজার কে হাতেনাথে আটক করে। গ্রাহকদের দাবী দীর্ঘদিনের পরিকল্পনাকারী মোজাহার হোসেন ভুয়া কাগজের মাধ্যমে প্রায় ১ কোটি টাকা নিয়ে জমা নেয় । প্রধান কার্যালয়ের মাধ্যমে টাকা জমা না হওয়ার বিষয়টি জানতে পেরে গ্রহকরা কৌশলে মোজাহার কে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ।

গ্রাগকের টাকা আত্মসাতকারী পাবনা মেঘনা লাইফ ইন্স্যরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী ক্ষুদ্রবীমা (তাকাফুল) এর পাবনা জেলার আঞ্চলিক কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করে এবং টাকা ফিরে পেতে প্রশাসনের দৃষ্ঠি আকর্শন করেন । এ ব্যপারে মো: সোহেল রানা নামে এক গ্রাহক প্রতারক মোজাহারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে পাবনা সদর থানাায় একটি অভিযোগ দায়ের করেছে ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানান বিষয়টি আমরা লাইফ ইন্স্যরেন্স কোম্পানি লিমিটেডের উধ্বতম কর্তপক্ষের সাথে আলাপ করেছি তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের কথা বলেছে ।

(পিএস/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test