E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

২০১৪ আগস্ট ০১ ১১:১৯:১১
নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

নড়াইল প্রতিনিধি : নড়াইল-যশোরের সীমান্তবর্তী বর্ণি-বিছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে।

ঈদের তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত এই ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়।

আকর্ষণীয় এ প্রতিযোগিতায় নড়াইল, যশোর ও খুলনা জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৬০টি ষাঁড় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় নড়াইলের আগদিয়া গ্রামের উত্তম কুমারের ষাঁড় প্রথম, দ্বিতীয় হয়েছে যশোরের বর্ণি গ্রামের শাহিন মোল্যার ষাঁড় এবং তৃতীয় হয়েছে একই জেলার বঁচিশিয়া-তপনবাগ গ্রামের বায়েজিদের ষাঁড়।

প্রথম পুরস্কার বিজয়ী ষাঁড়ের মালিককে ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ছয় হাজার টাকা, তৃতীয় পুরস্কার চার হাজার টাকা দেওয়া হয়েছে।

আয়োজক কমিটির সভাপতি আকরাম ফারাজী ও সাধারণ সম্পাদক রফিকুল মোল্যা জানান, ঈদ উপলক্ষে বিগত ২০ বছর ধরে এ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থানে কর্মরত ঈদকে কেন্দ্র করে বাড়িতে আসে। সকলে মিলে আনন্দ উপভোগ করতেই এই আয়োজন করা হয়।

ঈদুল ফিতর উপলক্ষে বিগত ২০ বছর ধরে এ এলাকায় ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হচ্ছে।

(ওএস/এইচআর/আগস্ট ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test