E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে শ্রমিক লীগের সম্মেলন হয়েও হলো না

২০১৯ সেপ্টেম্বর ০৫ ১৭:০৩:৩৯
ঈশ্বরদীতে শ্রমিক লীগের সম্মেলন হয়েও হলো না

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : কেন্দ্রীয় নেতৃবৃন্দ না আসায় ঈশ্বরদীতে জাতীয় শ্রমিক লীগ আঞ্চলিক শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শেষ পর্যন্ত হয়েও হলো না। 

বৃহস্পতিবার সকাল হতেই ১৭টি শাখা কমিটির নেতা-কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সম্মেলন স্থলে উপস্থিত হয়। সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি ও স্থানীয় অন্যান্য অতিথিদের আগমন ঘটলেও কেন্দ্রীয় নেতারা অনুপস্থিত ছিলেন।

এই অবস্থায় প্রথম অধিবেশনে প্রধান অতিথি এমপি শরীফ বলেন, ‘ঈশ্বরদীতে শ্রমিক লীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থানীয় শ্রমিক নেতাদের কেউ কেউ আজকের সম্মেলনে অংশগ্রহন করেনি। ২য় অধিবেশনে ১৭টি শাখার সভাপতি ও সম্পদকদের নিয়ে সাবজেক্ট কমিটি গঠন করা যেতে পারে। এই সাবজেক্ট কমিটি সকলকে ঐক্যবদ্ধ করে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পরবর্তিতে কাউন্সিলের মাধ্যমে একটি শক্তিশালী ও সুন্দর কমিটি গঠন করবে বলে আমার বিশ্বাস।

সভাপতির বক্তব্যে শ্রমিক লীগ সভাপতি জাহাঙ্গির আলম বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর শেষ মূহুর্তে কেন্দ্রীয় কমিটি সম্মেলন স্থগিত করতে বলায় আজকের কাউন্সিল বন্ধ রাখা হলো। আমাদের প্রিয় নেতা এমপি ডিলু ভাই সকলকে নিয়ে কমিটি গঠনের দিক নির্দেশনা দিয়েছেন। তিনি কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করবে এবং পরবর্তিতে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধির উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে ঐক্যবদ্ধ কমিটি ঘোষণা করা হবে।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test