E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় অগ্নীবিণার জেলা কমিটির অনুমোদন

২০১৯ সেপ্টেম্বর ০৬ ১৫:৪৯:৩২
গাইবান্ধায় অগ্নীবিণার জেলা কমিটির অনুমোদন

গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চর্চা ও গবেষণা ভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন quot;AMœxweYv & quot; গাইবান্ধা জেলা কমিটির প্রাথমিকভাবে অনুমোদন হয়েছে। 

গাইবান্ধা জেলা কমিটির উপদেষ্ঠা কমিটিতে প্রধান উপদেষ্ঠা রয়েছেন জেলা প্রশাসক গাইবান্ধা ,

উপদেষ্ঠা যারা মনোনীত হলেন তারা হলেন জেলা পুলিশ সুপার গাইবান্ধা ও জেলা পরিষদ চেয়ারম্যান।

উপদেষ্ঠা পরিষদের সদস্যগণকে কেন্দ্র হতে বিষয়টি অবগত করবেন। quot;AMœxweYv" প্রাথমিক অনুমোদিত গাইবান্ধা জেলা কমিটি গাইবান্ধাতে পবনাপুর মহিলা কলেজের অধ্যক্ষ এস এম জহুরুল ইসলাম কে - সভাপতি ও সাংবাদিক আশরাফুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলো সহ সভাপতি - সাংস্কৃতিক ব্যক্তিত্ব পলাশবাড়ী মহিলা দ্বি মুখী সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রভাষক জহির উদ্দিন হাওলাদার, সহ সাধারণ সম্পাদক গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক শিক্ষক শ্রী বিদূষ রায়,সাংগঠনিক সম্পাদক -

গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক- সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক আশরাফুজ্জামান সরকার, মহিলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক -পলাশবাড়ী বাড়াইপাড়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাহমুদা বেগম।কার্য নির্বাহী সদস্যরা হলেন,গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বাবু, কবি ও সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, মানবাধিকার কর্মী এ কে এম সালাউদ্দিন কাশেম, গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন।

কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এই কার্যনির্বাহী কমিটির মেয়াদ হবে দুই বছর। গাইবান্ধা জেলায় quot;AwMœexYv" ;র কার্যক্রম এখন থেকে পরিচালনার নিমিত্তে অত্র কমিটিকে প্রাথমিক অনুমোদন দেয়া হলো। এই সংগঠনের পরিচিতি হবে:msMVb" নজরুল-চেতনায় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন্য়ঁড়ঃ;। প্রাথমিকভাবে অনুমোদিত কমিটির সকলকে নজরুলীয় শুভেচ্ছা নিরন্তর জানান, অ গ্নি বী ণা অ গ্নি বী ণা কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ.এম সিরাজ।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test