E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বকেয়া পরিশোধের দাবিতে জামালপুরে পাট ব্যবসায়ী সমিতির মানববন্ধন 

২০১৯ সেপ্টেম্বর ০৯ ১৬:৩৬:১৭
বকেয়া পরিশোধের দাবিতে জামালপুরে পাট ব্যবসায়ী সমিতির মানববন্ধন 

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জুট মিলস্ কর্পোরেশন (বিজেএমসি)’র কাছে বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতি। 

সোমবার (৯ সেপ্টেম্বর)সকাল ১১টায় শহরের তমালতলা মোড়ে জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মো. হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ৩ বছর ধরে বিজেএমসির কাছে জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির প্রায় ১ হাজার ব্যবসায়ীর ৫০ কোটি টাকা পাওনা বকেয়া রয়েছে। এছাড়া সারাদেশে পাট ব্যবসায়ীদের পাওনা বকেয়া রয়েছে ৬শ কোটি টাকা। অবিলম্বে এই বকেয়া টাকা পরিশোধের দাবি জানিয়েছেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম, মাদারগঞ্জ পাট ব্যবসায়ী সমিতির সভাপতি আনিসুর রহমান তালুকদার, মেলান্দহের সভাপতি আশু বাবু, ইসলামপুরের সভাপতি আলহাজ আনোয়ার উদ্দিন, সরিষাবাড়ির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক উৎপল কুমার, জামালপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ইকরামুল হক নবীন প্রমুখ।

মানববন্ধন শেষে একটি র‌্যালি শহরের তমালতলা মোড় থেকে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন নেতৃবৃন্দ।

(আরআর/এসপি/সেপ্টের ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test