E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় যুবলীগকর্মী কর্মী নিহত

২০১৯ সেপ্টেম্বর ১১ ১৫:৩৭:৪১
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় যুবলীগকর্মী কর্মী নিহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : যুবলীগের অনুষ্টান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল-ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে নুরনগর ইউনিয়ন যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান (২৪) ঘটনাস্থলে নিহত হয়েছেন।। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছে দুইজন । 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চালতেঘাটা ব্রিজ সংলগ্ন মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের সৈয়াদালীপুর গ্রামের আবু মুসার ছেলে। আহতরা হলেন, সৈয়দপুর গ্রামের কাদের গাজী ছেলে কবির ও মৃত আব্দুল গফুরের ছেলে হাফিজুর।

জেলা পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু জানান, কালিগঞ্জে যুবলীগের সম্মেলন ছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে সম্মেলন শেষে একটি মটরসাইকেলে মোস্তাফিজসহ তিনজন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চালতেঘাটা ব্রিজ এলাকায় পৌছালেল বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা তিনজন মারাত্মক আহত হলে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কোলে ঢলে পড়ে মোস্তাফিজ। অন্য দুজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ইঞ্জিনভ্যান জব্দ করেছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ১১, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ জুলাই ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test