E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মদনে ফসলি জমিতে ইটভাটা প্রস্তুত না করার দাবিতে কৃষকদের মানববন্ধন

২০১৯ সেপ্টেম্বর ১১ ১৫:৫৫:৪৫
মদনে ফসলি জমিতে ইটভাটা প্রস্তুত না করার দাবিতে কৃষকদের মানববন্ধন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার মদন গ্রামের সামনে ফসলি জমি নষ্ট করে ইট ভাটা প্রস্তুতকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে মদন, বাজিতপুর, কাপাসাটিয়ার গ্রামের কৃষকগণ ঘন্টাব্যাপি এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

এ সময় মদন গ্রামের কৃষক আব্দুল লতিফ, হাদিস মিয়া, মতিউর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে জানান, ওই স্থানে ইট ভাটা তৈরী হলে এই হাওরের শতাধিক হেক্টর দুই ও তিন ফসলী জমির ফসলের বিপর্যয়সহ শাক-সবজি ফলজ বৃক্ষের উৎপাদন হ্রাস পাবে। সেই সাথে আশ-পাশের পরিবেশও মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে কৃষকরা উল্লেখ করেন। তাই দ্রুত ইট ভাটার কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করে উপজেলা কৃষি কর্মকর্তার বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।

স্বারক্ষলিপিতে উল্লেখ করেন যে মদন ইউনিয়নের মদন মৌজার ৬৫১ নং দাগে ১ একর ৮৪শতাং ফসলী জমিতে ইটের ভাটা তৈরী করার জন্য নেত্রকোনার পৌর-সদরের শামছুল কবিরের ছেলে হুমায়ূন কবীর লিটন উদ্যেগ গ্রহণ করেছেন।

(এএমএ/এসপি/সেপ্টেম্বর ১১, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test