E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ

২০১৯ সেপ্টেম্বর ১১ ১৭:১৮:০৩
গৌরীপুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে একটি পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লক্ষ টাকার ডিমওয়ালা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের লামাপাড়া গ্রামে মৎস্য চাষী আফজাল হোসেন (৪০) পুকুরে এ ঘটনা ঘটে।

মৎস্য চাষী আফজাল হোসেন জানান, ২০ শতক পুকুরে তিনি পাবদা, শিং, রুই, মৃগেল, দেশী পুঁটিসহ বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মাছের চাষ করেন। এসব ডিমওয়ালা মাছ থেকে তিনি রেনু পোনা উৎপাদন করে নিজের পুকুরে চাষসহ অন্যান্য মৎস্য চাষীদের কাছে বিক্রি করতেন।

ঘটনার দিন সন্ধ্যায় তিনি পুকুরে গিয়ে দেখেন মাছগুলো স্বাভাবিক ছিল। এরপর রাত সাড়ে দশটার দিকে পুকুরে খাবার দিতে গিয়ে তিনি দেখতে পান সব মাছ মরে ভেসে ওঠে। এতে তার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, তার পুকুরে পানির পিএইচ ও অ্যামোনিয়া স্বাভাবিক ছিল। রাতের আঁধারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ তার পুকুরের মাছ নিধন করেছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ১১, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test