E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় প্রকৃতির ভারসাম্য রক্ষায় দুই সহস্রাধিক তালের বীজ রোপন

২০১৯ সেপ্টেম্বর ১৪ ১৫:৫৪:৪৮
আগৈলঝাড়ায় প্রকৃতির ভারসাম্য রক্ষায় দুই সহস্রাধিক তালের বীজ রোপন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বজ্রপাত প্রতিরোধে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে বৈরী জলবায়ু মোকাবেলায় বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সড়ক ও মহাসড়কের পাশে দুর্যোগ সহনীয় দুই সহস্রাধিক তালের বীর রোপন করা হয়েছে। 

উপজেলা প্রশাসনের ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের উদ্যোগে, বন বিভাগের সহায়তায় শনিবার সকালে আগৈলঝাড়া-ঢাকা, আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী বাইপাস এলাকায় সড়কের পাশে দুই সহস্রাধিক তাল বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) নকিব আকরাম, উপজেলা বনায়ন কর্মকর্তা মো. সিরাজুল ইসলামসহ কারিতার কর্মকর্তা ও স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখিত মহা সড়কের পাশে দুই সহস্রাধিক তালের বীজ রোপন করার কথা রয়েছে।

সড়কের পাশে লাগানো দুই সহ¯্রাধিক তালের বীজ সরবরাহ করেছে এনজিও কারিতাস।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test