E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছিনতাই হওয়া পাঁচ মন ইলিশসহ তিনজন গ্রেফতার

২০১৯ সেপ্টেম্বর ১৪ ১৮:১০:৪৮
ছিনতাই হওয়া পাঁচ মন ইলিশসহ তিনজন গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পটুয়াখালীর মহিপুর থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে ছিনতাই হওয়া পাঁচ মণ ইলিশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত দুইটি পিকআপভ্যান ও ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-পিকআপভ্যানের মালিক বিশ্বজিৎ সরকার, পিকআপ ভ্যান চালক তাপস সরকার ও তাদের সহযোগি মনিরুজ্জামান। ঘটনার সাথে জড়িত মুন্না মোল্লা ওরফে নুরে আলম এবং রাশেদকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার দুপুর ১২টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের (উত্তর) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার মোঃ মোকতার হোসেন। তিনি জানান, মাছ ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার বাদী জালাল উদ্দিন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর বন্দর থেকে দেড় লাখ টাকা মূল্যের ৫ মণ ইলিশ মাছ ক্রয় করেন। মৎস্য ব্যবসায়ী জালাল ও তার শ্যালক এলাহি ইসলাম গত ১০ সেপ্টেম্বর ইলিশগুলো একটি পিকআপ ভ্যান ভাড়া করে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। ওই পিকআপভ্যানচালক তাপস ১১ সেপ্টেম্বর ভোরে গাড়িটি বরিশাল এয়ারপোর্ট থানাধীন অমৃত গুড়া মসলার ফ্যাক্টরির সামনের ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে থামায়।

এ সময় সেখানে মোটরসাইকেলে করে পলাতক আসামি মুন্না মোল্লা ওরফে নুরে আলম ও গ্রেফতারকৃত মনিরুজ্জামান হাজির হন। ঘটনার সময় গ্রেফতারকৃত অপর আসামি বিশ্বজিৎ সরকার পাশের রাস্তার মোড়ে অবস্থান নেয়। পরে তারা ইলিশবহনকারী পিকআপ ভ্যানটিকে চালক তাপসের সহায়তায় মহাসড়কের পাশের শাখা রোডে নিয়ে যায় এবং মৎস্য ব্যবসায়ী জালাল ও তার শ্যালককে পিকআপ ভ্যান থেকে নামিয়ে মারধর করেন। একপর্যায়ে তাদের হত্যার হুমকি দিয়ে অন্য একটি পিকআপ ভ্যান এনে আসামিরা ইলিশগুলো নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

বিষয়টি ১২ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানাকে অবহিত করার পর পুলিশের তিনটি দল অভিযানে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই তিনজনকে গ্রেফতার ও ছিনতাই হওয়া ৫ মণ ইলিশ উদ্ধার করেন। আদালতের মাধ্যমে ছিনতাই হওয়া মাছগুলো ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মোকতার হোসেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test