E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নিয়ামতপুরে গোবিন্দপুর-বুধুরিয়া সড়কের বেহালদশা

২০১৯ সেপ্টেম্বর ১৪ ১৮:১২:১২
নিয়ামতপুরে গোবিন্দপুর-বুধুরিয়া সড়কের বেহালদশা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া মোড় থেকে গোবিন্দপুর গ্রামে যাওয়ার মাত্র ২ কিঃমিঃ রাস্তা পাকা না হওয়ায় গ্রামের অন্তত ২ সহস্রাধিক মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে যায়।

অবস্থাদৃষ্টে মনে হয়, এটি তো রাস্তা নয়, যেন ধান লাগানো চাষ করা জমি। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবী রাস্তাটি পাকাকরনের। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন নজর নেই এতটুকু।

স্থানীয়রা জানান, গোবিন্দপুর গ্রামে প্রায় ২ হাজার মানুষের বসবাস। গ্রামের পশ্চিম দিকে ২ কিঃমিঃ দূরে কাঁচা রাস্তা ধরে গেলে বুধুরিয়া মোড়। ওই মোড় থেকে পাকা সড়ক ধরে দক্ষিনে এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র ছাতড়া বাজার। উত্তরে বেনীপুর বাজারে যাওয়া যায়। গ্রামটিতে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই।

প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করতে গ্রামের ছেলে-মেয়েরা ওই কাঁচা রাস্তা ব্যবহার করেই বুধুরিয়া এবতেদায়ী ও ফাজিল মাদ্রাসা এবং চন্দননগর কলেজে যেতে হয়। এছাড়া বিকল্প কোন রাস্তা না থাকায় ফসলী জমির আইল দিয়ে হেঁটে অন্তত দেড় কিঃমিঃ দূরে অনেক শিক্ষার্থী রামনগর হাই স্কুল ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যায়।

গ্রামের এই একমাত্র রাস্তাটি কাঁচা হওয়ায় গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য সময়মত বাজারজাত করতে দুর্ভোগে পড়তে হয়। গ্রামের প্রবীনরা জানান, প্রায় ৪০ বছর ধরে রাস্তাটি পাকা দিতে চেয়েও নেতারা তা করছেনা।

চন্দননগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান বলেন, গ্রামের ওই একমাত্র রাস্তা পাকা করার
জন্য বরাদ্দের জন্য চেষ্টা চলছে। বরাদ্দ পেলেই রাস্তাটি পাকা করা হবে।

(বিএম/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test