E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমভি গলফ আরগো ডুবি : উদ্ধার ১৪ নাবিককে হস্তান্তর

২০১৯ সেপ্টেম্বর ১৪ ১৮:২০:০৯
এমভি গলফ আরগো ডুবি : উদ্ধার ১৪ নাবিককে হস্তান্তর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ফেরারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরে ১৫২চি কন্টেইনার বাহী জাহাজ এমভি গলফ আরগো ডুবিতে উদ্ধার ১৪ নাবিককে খুলনা নেভাল প্রভোষ্টে হস্তান্তর করা হয়েছে।

শনিবার বিকাল সোয়া তিনটায় পায়রা সমুদ্র বন্দরের পল্টুনে খুলনা নেভাল প্রভোষ্টের চীফ পেটি অফিসার নাজমুল ইসলাম ১৪ নাবিককে গলফ ওরিয়েন্ট সীওয়েচ লিমিটেডের লজিষ্টিক ম্যানেজার মো. নুরুজ্জামানের হাতে হস্তান্তর করেন। আইনী পদক্ষেপ শেষে আজই ১৪ নাবিককে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেয়া হবে। উদ্ধারকারী ১৪ নাবিকই বর্তমানে সুস্থ্য আছে।

গত ১২ সেপ্টেম্বর সেপ্টেম্বর রাতে সাগর প্রচন্ড উত্তাল থাকায় ফেয়ারওয়ে সাত নং বয়ার কাছাকাছি কোলকাতা থেকে চট্রগ্রামগামী জাহাজ গলফ আরগো তলা ফেটে সাগরে নিমজ্জিত হয়। প্রায় ১৪ ঘন্টা সাগরে ভাসার পর সমুদ্রে টহলরহ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু ১৪ নাবিককে জীবিত উদ্ধার করলেও প্রায় নয় মিটার পানির নিচে তলিয়ে যায় কন্টেইনারবাহী জাহাজটি। এতে জাহাজের কন্টেইনারগুলো সমুদ্রে ভেসে যায়। তবে কন্টেইনারে কী ধরণের পণ্য ছিলো তা জানাতে পারেনি জাহাজের নাবিকরা। উদ্ধারকারী নাবিকরা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার।

তারা হলেন জাহাজের ক্যাপ্টেন কাজী আব্দুল্লাহ আল মুহিত (৩৫) নোয়াখালী, চীফ ইঞ্জিনিয়ার হাসান রেজা খালিদ (৩২) চট্টগ্রাম, চীফ অফিসার কাজী মাহমুব আলম (২৮) গোপালগঞ্চ, সেকেন্ড ইঞ্জিনিয়ার নূর আলম হিমেল (২৬) নারায়ণগঞ্জ, থার্ড মাস্টার মোজাম্মেল হোসেন (২৪) নোয়াখালী, বোসনমেট রফিক উল¬াহ (৫৯) ফেনী, এ্যাবল সীম্যান মোঃ জুবায়ের হোসেন (২৪) চট্টগ্রাম, অডিনারী সীম্যান সুজন মুখারজি (২০) ফরিদপুর, অডিনারী সীম্যান মোঃ সাহাবুদ্দিনসহ (২১) ভুলা, শাহদাত হোসেন (৩৭) লক্ষীপুর, জমিরুল ইসলাম (৩০) চট্টগ্রাম, শহিদ মিয়া (২৩) রংপুর, মোঃ রাজু (২৫) চট্টগ্রাম এবং আব্দুর রশিদ (৫০) চট্টগ্রাম।

গলফ ওরিয়েন্ট সীওয়েচ লিমিটেডের লজিষ্টিক ম্যানেজার মো. নুরুজ্জামান বলেন, নৌবাহিনীর একান্ত প্রচেষ্টায় ১৪ নাবিককে জীবিত উদ্ধার করা গেছে। এজন্য তাঁরা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(এম/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test