E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আগৈলঝাড়ার হেলাল মোল্লা ও মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকারের আত্মার শান্তি কামনায় মিলাদ ও বিশেষ প্রার্থনা 

২০১৯ সেপ্টেম্বর ১৫ ১৫:৫৮:৫২
আগৈলঝাড়ার হেলাল মোল্লা ও মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকারের আত্মার শান্তি কামনায় মিলাদ ও বিশেষ প্রার্থনা 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আগৈলঝাড়ার সেচ্চাসেবকলীগ নেতা হেলাল মোল্লা ও সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকারের আত্মার শান্তি কামনায় আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া-মিলাদ ও বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল এগারোটায় উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে মোয়া-মিলাদ ও বিশেষ প্রার্থণা পূর্ব সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদ আবু সালেহ মো. লিটন। দোয়া মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. আব্দুর রহমান। একই সময়ে মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকারের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণা করেন উপস্থিত হিন্দু নেতা কর্মীরা।
প্রসংগত, ১ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হন স্বেচ্ছাসেবকলীগ নেতা হেলাল মোল্লা। সেপ্টেম্বর নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকার।

দোয়া-মিলাদ ও বিশেষ প্রার্থনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এস.এম.হেমায়েত উদ্দিন, মো. লিয়াকত আলী হাওলাদার, নিত্যানন্দ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস তালুকদার, আবুল বাশার হাওলাদার, তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসু, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, মহিলা বিষয়ক সম্পাদক পিয়ারা ফারুক বখতিয়ার, যুব ও ক্রীড়া সম্পাদক কাজী আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, সহ দপ্তর সম্পাদক প্রদীপ কুমার লাহেড়ী উজ্জল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কেএম আজাদ রহমান, আওয়ামীলীগ নেত্রী মলিনা রানী রায়, অমিয় লাল চৌধুরী, মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক সরদার, মো. হালিমুজ্জামান হালিম, এ.আর. বক্তিয়ার ফারুক, ইউনুস আলী মিয়া, মৃনাল কান্তি জয়ধর, আবু হানিফ সরদার, শফিকুল ইসলাম শকুল, অনিমা রানী নাগ, ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, যুবলীগ সাধালণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ দলীয় নেতা কর্মীরা।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test