E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫ দিনেও শুরু হয়নি বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার অভিযান

২০১৯ সেপ্টেম্বর ১৬ ১৭:০০:৪১
৫ দিনেও শুরু হয়নি বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার অভিযান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পায়রা ফেরারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরে ১৪ নাবিক নিয়ে ১৫২ টি কন্টেইনারবাহী জাহাজ এমভি গলফ আরগো ডুবির পাঁচদিন অতিবাহিত হলেও এখনও জাহাজটি উদ্ধার অভিযান শুরু হয়নি। এ জাহাজ ডুবির ঘটনায় জাহাজ কোম্পানীর লজিষ্টিক ম্যানেজার মো. নুরুজ্জামান জাহাজ ও জাহাজের যন্ত্রাংশ এবং পরিবাহিত মালামাল রক্ষা ও নিরাপত্তার জন্য মহিপুর থানার সাধারণ ডায়েরি করেছেন। একই কপি দিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষকে। পায়রা বন্দরের সহকারী পরিচালক(নিরাপত্তা) মো. সোহেল মীর এ কপি গ্রহন করেন। গত ১৪ সেপ্টেম্বর এ আবেদন করেন। তবে জাহাজ উদ্ধারের আনুষ্ঠানিক কর্মকান্ড শুরু করা হয়নি।

পায়রা বন্দর চেয়ারম্যান কমোডর এম জাহাঙ্গীর আলম মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, পায়রা বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে ফেয়ারওয়ে বয়ার কাছে পায়রা চ্যানেলে গলফ আরগো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের জন্য বন্দর কর্তৃপক্ষের সক্ষমতা নেই। জাহাজটি উদ্ধার করতে পারে ডায়রেক্টর জেনারেল অব শিপিং কর্পোরেশন। তবে নৌপরিবহন মন্ত্রনালয়ের মাধ্যমে তারা পায়রা চ্যানেল সমীক্ষার উদ্যোগ নিয়েছেন। চট্রগ্রাম নৌবাহিনী এ সমীক্ষার কাজ শুরু করবে। জাহাজ ডুবির কারনে এ চ্যানেলে অন্য জাহাজ চলাচলে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিনা তা যাছাইয়ের জন্য এ সার্ভে করার উদ্যোগ নেয়া হয়েছে।

গলফ ওরিয়েন্ট সীওয়েচ লিমিটেডের লজিষ্টিক ম্যানেজার মো. নুরুজ্জামান মুঠো ফোনে বলেন, তাঁরা এখনও জাহাজটি উদ্ধারের জন্য আনুষ্ঠানিকতা শুরু করেন নি।

উল্লেখ্য,গত ১২ সেপ্টেম্বর রাতে পায়রা ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরে এমভি গলফ আরগো জাহাজ ১৪ নাবিক নিয়ে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরদিন (১৩ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে টহলরহ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু ডুবে যাওয়া জাহাজের ১৪ নাবিককে উদ্ধার করে। ১৪ সেপ্টেম্বর বিকালে উদ্ধারকরা নাবিকদের কোম্পানীর কাছে হস্তান্তর করা হয়।

এদিকে জাহাজ ডুবির দুইদিন পর বঙ্গোপসাগরের বিভিন্ন মোহনায় মাছ ধরারত জেলেরা সাগরে কন্টেইনার ও বিভিন্ন মালামাল ভেসে যেতে দেখেছেন।

মহিপুর থানার ওসি সোহেল আহমেদ জানান, গঙ্গামতি সাগর সৈকতে ভেসে আসা একটি কন্টেইনার থেকে তরল পদার্থ ভর্তি ৬০টি ড্রাম উদ্ধার করেছেন।

কলাপাড়া থানার এস আই বিপ্লব জানান, রোববার রাতে লালুয়া থেকে ১৪ বস্তা বিভিন্ন ব্রান্ডের কসমেটিকস উদ্ধার করেছেন। সাগরে মাছ ধরারত জেলেরা ভাসমান অবস্থায় এসব পণ্য উদ্ধার করে। তবে এসব মালামাল ডুবে যাওয়া জাহাজের কিনা তা যাচাই করা হচ্ছে বলে দুই কর্মকর্তা জানান।

(এমকেআর/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test