E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রতিমা তৈরিতে ব্যস্ত ঈশ্বরগঞ্জের মৃৎশিল্পীরা

২০১৯ সেপ্টেম্বর ১৬ ১৮:০৮:৩১
প্রতিমা তৈরিতে ব্যস্ত ঈশ্বরগঞ্জের মৃৎশিল্পীরা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : হিন্দু ধর্মীয় সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে ঈশ্বরগঞ্জের মৃৎশিল্পীরা। বিভিন্ন মন্ডপে গিয়ে দেখা যায় শিল্পীরা তাদের মনের মাধুরি মিশিয়ে নির্মাণ করে যাচ্ছে প্রতিমা। 

মহালয়ার দিন থেকেই দেবীর আগমনী বার্তা পাওয়া গেলেও মূল আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ষষ্ঠী পূজার মধ্য দিয়ে।এবছর পৌরসভা সহ ১১টি ইউনিয়নে স্থাপিত হয়েছে ৫৪টি পূজার মন্ডপ। প্রাথমিক পর্যায়ে খড়ের কাজের পর মূল কাঠামোর উপর দুর্গা মহিষাসুরের পাশাপাশি কার্তিক গণেশ ও লক্ষী স্বরস্বতীর প্রতিমায় চলছে চলছে মাটির কাজ। মাটির কাজের মাধ্যমে ফুঁটিয়ে তোলা হচ্ছে মূর্তির অবয়ব।

এছাড়াও একজন শিল্পী কয়েকটি মন্ডপে মূর্তি তৈরির অর্ডার নেওয়ার কারণে দিনরাত কাজ করতে হচ্ছে। সাথে রয়েছে মূর্তি সুন্দর করার অঘোষিত প্রতিযোগিতা। মূর্তি তৈরির পাশাপাশি চলছে ডেকোরেশনের কাজ। উদ্যোগী যুব সংগঠনের (উযুস) মৃৎ শিল্পী রতন পাল বলেন(৪০), পারিবারিক ঐতিহ্য আর ভালালাগায় ২৯ বছর যাবত এ পেশায় আছি । তবে এ পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।

উযুস পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রাজেশ চক্রবর্তী পার্থ বলেন, পূজার সকল উপকরণের মূল্য বৃদ্ধির কারনে প্রতি বছরই বাড়ছে পূজা উদযাপনের ব্যয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা জানান, এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে। উৎসব পালনে প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ কবীর হোসেন জানান, প্রত্যেক পূজা মন্ডপে আইন শৃংঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। পুলিশ প্রশাসন সার্বক্ষণিক পূজা মন্ডপের আইনশৃংঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকবেন।

(এন/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test