E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে ট্রাক চাপায় এনজিওকর্মী নিহত

২০১৯ সেপ্টেম্বর ১৭ ১৮:০২:১৭
পঞ্চগড়ে ট্রাক চাপায় এনজিওকর্মী নিহত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মুঠোফোনে কথা বলতে বলতে বাই সাইকেল চালানের সময় ট্রাকের নিচে চাপা পড়ে আবু বক্কর রব্বানী (৪২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বোদা উপজেলার পৌর ভবন সংলগ্ন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর রব্বানী নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি এলাকার আব্দুল হক প্রামাণিকের ছেলে। তিনি বোদা উপজেলা শহরের সুচনা নামে স্থানীয় একটি এনজিওতে কাজ করতেন এবং পৌরসভার সর্দার পাড়া মহল্লায় ভাড়া বাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে আবু বক্কর রব্বানী পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়ক দিয়ে উপজেলার ভাসাইনগর এলাকা থেকে বাইসাইকেল চালিয়ে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর পেছন দিকে থেকে আসা একটি খালি ট্রাক (লড়ি) ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। বাই সাইকেল চালানের সময় মুঠোফোনে কথা বলছিলেন আবু বক্কর রব্বানী। এ সময় হঠাৎ নিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের পেছনের চাকায় চাপা পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া বলেন, পালিয়ে যাওয়া চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের কারো অভিযোগ না থাকায় লাশটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test