E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অনুমোদনহীন ভবনের ওপর বিদ্যুতের তার, দুর্ঘটনার আশংকা

২০১৯ সেপ্টেম্বর ১৭ ১৮:৪০:৪০
অনুমোদনহীন ভবনের ওপর বিদ্যুতের তার, দুর্ঘটনার আশংকা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেলার গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লার বাসিন্দা তোতা মিয়া পৌর কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের নিচে নির্মান করেছেন দ্বিতল ভবন। ফলে যেকোন সময় বড় ধরনের দsর্ঘটনার আশংকা দেখা দিয়েছে ওই ভবনে।

স্থানীয়রা জানান, গত দুই বছর আগে ওই ভবনের দোতলার কাজ করতে গিয়ে এক নির্মাণ শ্রমিক ভবনের উপরে থাকা ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে পঙ্গুত্ববরন করেছেন। এছাড়াও অতিসম্প্রতি ওই ভবনের ছাদের সন্নিকটে থাকা বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে স্থানীয়রা জরুরি ভিত্তিতে ওই ভবন মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভবন মালিক তোতা মিয়া জানান, ২০০২ সালে তিনি সুন্দরদী এলাকায় একতলা ভবন নির্মান করেন। এরপর তিনি সেখানে দ্বিতল ভবন করলেও পৌরসভা থেকে কোন প্রকার অনুমোদন নেয়া হয়নি।

এ ব্যাপারে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার জাহিদা খানম জানান, বৈদ্যুতিক তারের নিচে বসতবাড়ি নির্মান না করার জন্য সতর্ক করা হলেও সে নির্দেশনা মানা হচ্ছেনা। বৈদ্যুতিক লাইনের নিচে যত্রযত্র বসত ঘর নির্মাণের কারণে প্রায়ই দুর্ঘটনা লেগে রয়েছে। এ ক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার জন্য তিনি আহবান করেছেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test