E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

বরিশালে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

২০১৯ সেপ্টেম্বর ১৭ ১৮:৪৩:৫৯
বরিশালে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধণ করেন অনুষ্ঠানের প্রধানঅতিথি বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

জেলা পর্যায়ের এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-বরিশাল রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম পিপিএম, বিপিএম (বার), মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রমুখ।

ছয়দিনের এই টুর্নামেন্টে জেলার দশটি উপজেলা বরিশাল সদর, মেহেন্দিগঞ্জ, উজিরপুর, বাকেরগঞ্জ, গৌরনদী, বানারীপাড়া, আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, মুলাদী ও হিজলা থেকে কিশোর ও কিশোরী খেলোয়ারের দল অংশগ্রহণ করবে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

০১ জুন ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test