E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাঙ্গামাটিতে দুই জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

২০১৯ সেপ্টেম্বর ১৮ ১৬:২৭:৪২
রাঙ্গামাটিতে দুই জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক : রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে উপজেলার মারিশ্যা ইউনিয়নের দুর্গম গ্রাম নবছড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেএসএস-এমএন লারমা গ্রুপের কর্মী রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)।

বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুর বলেন, যেখানে ঘটনা ঘটেছে এলাকাটি খুবই দুর্গম। পুলিশ মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ছুফিউল্লাহ বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) দুই সমর্থককে হত্যার ঘটনা জেনেছি। এলাকাটি দুর্গম তাই পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জ্ঞান জীবন চাকমা বলেন, সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র গ্রুপের সদস্যরা রিপেল চাকমা ও বর্ষণ চাকমাকে হত্যা করেছে। আমাদের দলকে সমর্থন করার দায়ে সন্তু লারমার লোকজন তাদের হত্যা করেছে।

তবে এ বিষয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সঙ্গে যোগাযোগ করা হলে কারও বক্তব্য পাওয়া যায়নি।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test