E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোচিং সেন্টারের আড়ালে মাদক ব্যবসা, পরিচালকসহ গ্রেফতার ৩

২০১৯ সেপ্টেম্বর ২১ ১৭:৪০:০৯
কোচিং সেন্টারের আড়ালে মাদক ব্যবসা, পরিচালকসহ গ্রেফতার ৩

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নগরীর হাসপাতাল রোডের নতুন বাজার এলাকার ‘ফেইথ শিক্ষা পরিবার’ নামের একটি কোচিং সেন্টারে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সেন্টারের পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সদস্যরা। এ ঘটনায় ওই রাতেই কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, কোচিং সেন্টারটিতে শিক্ষাদানের অন্তরালে দীর্ঘদিন থেকে মাদক বাণিজ্য চলছিলো। এ মাদক ব্যবসার সাথে সেন্টারের পরিচালক শামীম আহম্মেদসহ বেশ কয়েকজন জড়িত রয়েছেন। প্রতিদিন সন্ধ্যা রাত থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিষ্ঠানটিতে মাদকের আসর বসতো।

গোপন সংবাদের ভিত্তিতে বিষটি নিশ্চিত হয়ে শুক্রবার রাতে তিনি (দেলোয়ার হোসেন) সহ ডিবি পুলিশের অন্যান্য সদ্যসরা ওই কোচিং সেন্টারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে ২২ বোতল ফেন্সিডিলসহ পরিচালক শামীম আহম্মেদ, তার সহযোগী মতিউর রহমান ও বাবুল তালুকদারকে গ্রেফতার করা হয়।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test