E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে সড়কের উন্নয়নের নামে সরকারি অর্থ হরিলুট

২০১৯ সেপ্টেম্বর ২১ ১৭:৪৭:৫৯
জামালপুরে সড়কের উন্নয়নের নামে সরকারি অর্থ হরিলুট

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ৮০ ভাগ কাজ বাস্তবায়ন দেখিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিল উত্তোলনের নামে সরকারি অর্থ হরিলুটের অভিযোগ করেছে এলাকাবাসী। 

জামালপুর সদরের দিগপাইত-রামকৃষ্ণপুর-চাঁনপুর বাজার সড়কের কাজ বন্ধ করে দিয়ে এই অভিযোগ করেছেন স্থানীয়রা।

সদর উপজেলার দিগপাইত-রামকৃষ্ণপুর-চাঁনপুর বাজার সড়কের ৮ দশমিক ৬০ কিলোমিটার সড়ক সংস্কারে দুই পাশ প্রশস্তকরণ, কার্পেটিং, মেকাডম, গাইডওয়ালসহ বিভিন্ন কাজ করতে ব্যয় ধরা হয় ৭ কোটি ৫ লাখ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান এমডিই-এমএই জয়েন্টভেঞ্চার কাজটি পায়। কার্যাদেশের নির্ধারিত সময়েও কাজটি শেষ হয়নি। ২০১৭ সালের ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া কাজটি ২০১৮ সালের ২৭ অক্টোবর শেষ হবার কথা ছিল।

সড়ক উন্নয়ন কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়ম দুর্নীতির মধ্য দিয়ে এই সড়কের ৮০ ভাগ কাজ বাস্তবায়ন দেখিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় সাড়ে ৫ কোটি টাকা বিল উত্তোলন করেছে।

এছাড়া এলজিইডির অফিসের ফাইলে কাজের অগ্রগতির সাথে মাঠের কাজের কোনো মিল নেই অভিযোগ করেছেন স্থানীয়রা। ঠিকাদারী প্রতিষ্ঠান ও এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে সড়ক উন্নয়নের নামে অর্থ লোপাটের ঘটনা ঘটেছে।

সড়কে নিম্নমানের ইট, পাথর, বিটুমিনসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ শেষ হবার আগেই হাত দিয়ে চাড়া দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। পথচারীদের পায়ের ঘষায় খুলে যাচ্ছে পাথর।

স্থানীয় লোকজন ও পথচারীরা নিস্নমানের কাজের প্রতিবাদ করায় হুমকি-ধমকির শিকার হচ্ছেন প্রভাবশালী ঠিকাদারের লোকজনদের কাছে। ঠিকাদারের লোকজন তাদেরকে তুলে নেবার হুমকিও দিয়েছে। নি¤œমানের কাজের সাথে জড়িত ঠিকাদার ও এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

নিম্নমানের কাজের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সামছুদ্দিন হায়দার দিলীপ মেবাইলে কথা বলতে অস্বীকৃতি জানান। তিনি ঢাকায় অবস্থান করছেন। ফিরে এসে দেখা করতে চেয়েছেন।

এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী জানান, নিম্নমানের কাজের অভিযোগে স্থানীয়রা সড়কের কাজ বন্ধ করে দিয়েছে জেনেছি। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক জানান, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সড়ক সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতি নিয়ে শুধূ ঠিকাদারই নয়, এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test