E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তির প্রয়োজন : রিমি 

২০১৯ সেপ্টেম্বর ২২ ১৫:২২:১০
ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তির প্রয়োজন : রিমি 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : বঙ্গতাজ কন্যা সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তির যেমন কোন বিকল্প নাই তেমনি এর অপব্যবহার রোধে ব্যবহারিক শিক্ষাও খুবইগুরুত্বপূর্ণ। 

শনিবার কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘শেখ রাশেল ডিজিটাল কম্পিউটার ল্যাব ও ডিজিটাল ক্লাসরোম’ উদ্বোধনের সময় এ কথা বলেন। তিনি অসুস্থ্য থাকায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী উদেশ্যে এ সব বক্তব্য প্রদান করেন।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আলহাজ মোঃ ফাইজ উদ্দিন ফকির। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাড. মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কবির মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ূম ভূঁইয়া, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।

প্রধান অতিথি সিমিন হোসেন রিমি আরো বলেন, আজ তোমাদের স্কুলে যে ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্ধোধন হলো এর মাধ্যমে শিক্ষা নিয়ে দেশকে উন্নয়নশীল দেশে রুপান্তিত করতে হবে। তবেই বঙ্গবন্ধু এবং বঙ্গতাজের সোনার বাংলা গড়ে উঠবে। দেশ গড়ায় সফল হবেন আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ২২, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test