E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ধামরাইয়ে বাস উল্টে নিহত ১, আহত ৪০

২০১৯ সেপ্টেম্বর ২৪ ১৭:১০:৫৬
ধামরাইয়ে বাস উল্টে নিহত ১, আহত ৪০

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুরপাল্লার একটি বাস উল্টে গিয়ে জাহাঙ্গীর আলম নামে একজন পথচারী শ্রমিক নিহত ও ৪০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম (২৫) মানিকগঞ্জ সদর থানার চর কৃষ্ণপুর গ্রামের কোহিনুর ইসলামের ছেলে। সে ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগীর ফ্যান তৈরির একটি কারখানার শ্রমিক ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানান, জাহাঙ্গীর আলম ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশ দিয়ে ভাড়া বাসায় ফিরছিল। এসময় যশোরের পাইকগাছা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঠিকানা পরিবহনের দুরপাল্লার একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো- ব-১৩-০৪৬৮) ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী জাহাঙ্গীর আলমের ওপর উঠিয়ে দেয়। এক পর্যায় বাসটি উল্টে পাশের একটি গেরেজের সামনে পড়ে।

এসময় ঘটনাস্থলেই পথচারী জাহাঙ্গীর আলম নিহত হন। এতে দুমরেমুচরে যাওয়া বাসের যাত্রী মুজাহিদুল ইসলাম, মোকছেদুল ইসলাম, ফরিদ, খালেক, দেয়োয়ার হোসেন, মালেকা বেগম, শিল্পী, দিপু, মনির হোসেনসহ ৪০ জন আহত হয়। পরে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আহত যাত্রী মুজাহিদুল ইসলাম ও মোকছেদুল ইসলাম জানান, বাসের চালক ঘুমের ভাব থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় আরও কয়েকবার বাসটি হেলেদুলে দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছিল। যাত্রীরা বলার পরও চালক শর্তক হয়নি।

এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

(ডিসিপি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test