E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে মাগুরায় ওরিয়েন্টেশন সভা

২০১৯ সেপ্টেম্বর ২৪ ১৭:১২:৩৭
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে মাগুরায় ওরিয়েন্টেশন সভা

মাগুরা প্রতিনিধি : আগামী ১-৭ অক্টোবর সারাদেশে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন হবে ।এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় মাগুরা পৌরসভার আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের  নিয়ে পৌরসভা সম্মেলন কক্ষে এক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয় ।

সভায় মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা সদরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সালাম, সদর উপজেলা শিক্ষা অফিসার মো: আশরাফুল আলম,মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান ও কাউন্সিলর আমিনুল ইসলাম প্রমুখ ।

সভায় জানানো হয় , এবার ৫-১৬ বছর বয়সী প্রত্যেক শিক্ষাথীকে ১টা করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে । মাগুরা পৌরসভার আওতাধীন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ১৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭ হাজার ৭০জন শিক্ষার্থীকে এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে । মাগুরা পৌর মেয়র এ ওরিয়েন্টেশন সভার আয়োজন করে ।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test