E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাবার অনুরোধে মাদক ব্যাবসায়ী ছেলে আটক

২০১৯ সেপ্টেম্বর ২৪ ১৭:৫২:১৭
বাবার অনুরোধে মাদক ব্যাবসায়ী ছেলে আটক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক ব্যবসা থেকে ফেরাতে না পেরে পিতার অনুরোধে রাসেল ইসলাম (২৭) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। মঙ্গলবার বিকেলে মাদকের মামলায় আদালতের মাধ্যমে পুলিশ তাকে জেলহাজতে পাঠায়।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানীকারক এসোসিয়েসনের সহসভাপতি রাসেলের বাবা তফিজুল ইসলাম জানান, পড়াশোনা করার জন্য রাসেলকে ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেই । কিন্তু সে কিছুদিন আগে ঢকায় ক্যাসিনোতে খেলে বিপুল পরিমাণ টাকা হেরে বাড়ি চলে আসে। এরপর তাকে আমার পাথর ব্যবসার দেখাশোনা করতে বলি। পরে সে কিভাবে মাদকের সাথে জড়িয়ে পড়ল তা বুঝতে পারিনি। তবে তাকে এসব অনৈতিক কাজ থেকে বিরত রাখতে পারিবারিকভাবে নানা উদ্যোগ নেয়া হয়। তারপরও ওইসব পথ থেকে ফিরে না আসায় একাধিকবার পুলিশকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করি।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, রাসেলের বাবা এর আগে বেশ কয়েকবার তাকে আটক করার অনুরোধ জানায়। তাকে আটকের জন্য বেশ কয়েকটি অভিযানও চালানো হয়। কিন্তু সে প্রতিবারই পালিয়ে যায়। সবশেষে সোমবার গভীর রাতে ভজনপুর এলাকায় মাদক বিক্রি ও সেবনের সময় তাকে আটক করা হয়। এসময় তার কয়েকজন সহযোগি পালিয়ে যায়।

তিনি জানান, রাসেল ও তার ৩ জন সহযোগিকে আসামী করে মাদক আইনে মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয় ।

পুলিশ জানায়, বাংলাবান্ধা স্থল বন্দরে বাবার পাথর আমদানির ব্যবসা পরিচালনা করার সুযোগে রাসেল ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা চালাতো।

(বি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test