E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় আন্তর্জাতিক পর্যটন দিবস পালিত

২০১৯ সেপ্টেম্বর ২৭ ১৮:০৮:৩৫
মাগুরায় আন্তর্জাতিক পর্যটন দিবস পালিত

মাগুরা প্রতিনিধি : “ভবিষ্যতের উন্নয়নে,কাজের সুযোগ পর্যটনে” এ প্রতিপাদ্য নিয়ে র‌্যালী ও আলোচনার মধ্য দিয়ে মাগুরায় আন্তর্জাতিক পর্যটন দিবস পালিত হয়েছে । 

এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় একটি বর্ণাঢ্য র‌্যালী ভায়না মোড় হয়ে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয় । বর্ণাঢ্য এ র‌্যালীতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয় ।

পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইব্রাহিম, সদরের সহকারি কমিশনার (ভূমি) শীতেশ সরকার ও জেলা তথ্য অফিসার রেজাউল করিম প্রমুখ ।

সভায় বক্তারা পর্যটনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন । শেষে পর্যটন বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা । জেলা প্রশাসন মাগুরা এ দিবসের আয়োজন করে ।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test