E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঈশ্বরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের দৈন্য দশা

২০১৯ সেপ্টেম্বর ২৮ ১৮:৫৯:১৫
ঈশ্বরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের দৈন্য দশা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : কাঁচা মাটিয়া নদী বিধৌত  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ একসময় সাংস্কৃতিক কর্মকান্ডে মুখরিত থাকলেও বর্তমানে দৈন্য দশায় ডুবতে চলছে এ ঐতিহ্য। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রভাতি সাংস্কৃতিক সংসদ, নজরুল সেনা, জাতীয় তরুন সংঘ, স্বাগতিক নাট্য গোষ্ঠী, অর্নিবান যুব সংঘ, কাকলী সাংস্কৃতিক সংস্থা, শ্রাবস্ত্রী নাট্য গোষ্ঠী, জুঁই মর্ডান একাডেমি, লাহিড়ী শিল্প গোষ্ঠীর মতো সংগঠন গুলো এ জগৎকে জাগিয়ে রাখলেও এখন এসব সংগঠন বা সাংস্কৃতিক  কোন প্রকার সংগঠন চোখে পড়ছে না। ঈশ্বরগঞ্জ থিয়েটার্স কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন কিছুটা আলো জ্বেলে রেখেছে এ জগতে। 

সাংস্কৃতিক কার্যক্রম না থাকায় যুব সমাজ ক্রমান্বয়ে ঝুঁকে পড়ছে বিভিন্ন অনৈতিক কার্মকান্ডে। উপজেলা শিল্পকলা একাডেমি বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে কিছু কিছু কার্যক্রম পরিচালনা করলেও সাংস্কৃতিক অঙ্গনকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারছেনা বলে জানান সাংস্কৃতিক কর্মীরা।

স্বাধীনতার পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গনের হাল ধরে ছিলেন তপন কান্তি সরকার, দিলীপ কুমার সরকার, অনিমা মজুমদার, নীলু দাস, বদর উদ্দিন আহম্মেদ, আব্দুল খালেক, আজিজুল হক, হাসিম উদ্দিন আহম্মেদ, মজিবুর রহমান, আব্দুল জব্বার, আ ফ ম আব্দুল বারী সুরুজ, গফুর ভূইয়া, আমির হোসেন, নরেন্দ্র কিশোর চৌধুরি, হিমাংশু ভূষন দেবনাথ, নীরেন্দ্র দেবনাথ, কবি আলম মাহবুবের মতো সংগঠকরা।

এদের মধ্যে বেশির ভাগ সংগঠকই আজ আমাদের মাঝে নেই। যারা আছেন তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন পারিপার্শ্বিক অবস্থার কারনে। ঈশ্বরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে বিভিন্ন সময় যারা জাতীয় পর্যায়ে তুলে ধরেছেন তারা হলেন আশীষ কুমার লৌহ, আবু ফাতেমা মোহাম্মদ ইসহাক, আব্দুল হাই মাশরেকী, ড. আমিনুর রহমান সুলতান, কবি সোহরাব পাশা, মোশারফ করিম, জ্যোতিকা লাহিড়ী, বিথিকা লাহিড়ী, পুতুল কুর্মী, অর্পা সরকার, মিতু ঘোষ, শামীম জোবায়ের, সানিয়া সুলতানা লিজা তাদের মধ্যে অন্যতম। সংগঠক হিমাংশু ভূষণ দেবনাথ ও কবি আলম মাহবুব বলেন দক্ষ সংগঠক , সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং মানুষের কেবলমাত্র অর্থের পিছনে ছুটে চলার কারনেই সাংস্কৃতিক অঙ্গনের আজ এ দৈন্য দশা।

সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে কথা বলার সময় উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি উম্মে রুমানা তুয়া বলেন শিল্পকলা একাডেমি বিভিন্ন জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ করে আসছে। কয়েকদিনের মধ্যেই শিল্পকলা একাডেমির নতুন কমিটি গঠন করে কাজ গতিশীল করা হবে।

(এন/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test