E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

২০১৯ সেপ্টেম্বর ২৯ ১৮:১০:০৭
মাদারীপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি : “তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি” এ শ্লোগান নিয়ে মাদারীপুর জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মাদারীপুরের যৌথ আয়োজনে রবিবার আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালন করেছে।

তথ্য অধিকার আইন বিষয়ে জন-সচেতনতা তৈরি, আইন ব্যবহারে জনগণের সক্ষমতা তৈরি এবং আইনের কার্যকর বাস্তবায়নের দাবী নিয়ে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সচেতনতামূলক র‌্যালিটি স্বাধীনতা চত্তর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‌্যালিতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসের উপর টিআইবি’র অবস্থানপত্র, প্রচারণামূলক উপকরণ কার্টুন ও স্টীকার বিলি করা হয়।

র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার মো. রুস্তম আলী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test