E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টেকেরহাট সিটি হসপিটালে ফের নবজাতকের মৃত্যু

২০১৯ সেপ্টেম্বর ৩০ ১৬:৪৮:৫৪
টেকেরহাট সিটি হসপিটালে ফের নবজাতকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট সিটি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের উদাসীনতা এক নবজাতকের মৃত্যু ঘটনা ঘটেছে রবিবার দিবাগত মধ্যরাতে।

আজ সোমবার ভোররাতে হাফছা বেগম নামের এক অন্তঃসত্ত্বা মাকে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত নাস বলে আমাদের ডাক্তার আছে এবং এটা স্বাভাবিক ভাবে বাচ্চা প্রসব করা সম্ভব। বাচ্চা প্রসব করানোর জন্য নার্স ও ওয়ার্ড বয় দীর্ঘ সময় চেষ্টা করে অন্তঃসত্ত্বা মায়ের যৌনাঙ্গের সিজারিং করার সময় বাচ্চার মাথায় আঘাত লেগে নবজাতকের মাথা থেঁতলে জায় এসময় নবজাতকের মা হাফছা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর হাসপাতালে পাঠায়।

তবে এরকম ঘটনা প্রায়ই সিটি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ঘটে।এছাড়া মাঝে মাঝে তারা নিজেরাই ডাক্তার সেজে ডাক্তারের প্রেসক্রিপশন সহ বিভিন্ন অপারেশন করে থাকে বলে জানা গেছে। বিভিন্ন অনিয়ম ও অপরাধের কারণে এই হসপিটালে একজন কিছুদিন জেল ও খেটে এসেছে।

নবজাতক এর নানি জানান, এক নার্স বলে আমরা আলতা সোনো করছি বাচ্চা স্বাভাবিকভাবে আছে। এটা স্বাভাবিক ডেলিভারি হবে। আসলে ওরা আলতাসুনু করেনি এবং আরো বলে বাচ্চা ও মায়ের কোন ক্ষতি হলে তার জন্য আমরা নিজেরাই দায়ী থাকবো এ বলে ওরা আমার মেয়েকে ভিতরে নিয়ে যায়।

আমার মেয়ের সন্তান কে ওরা হত্যা করছে আমরা অনেক বার বলছি আপনাদের ডাক্তার না থাকলে বলেন তারা বলছে আমাদের ডাক্তার আছে । ডাক্তারই আপনাদের রুগি দেখতে আসে । তারপরও বাচ্চাটাকে মাইরা ফেলছে মাথার ঘিলুটা বের করে ফেলছে বাচ্চার ।


সিটি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test