E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

২০১৯ সেপ্টেম্বর ৩০ ১৬:৫১:১৭
আগৈলঝাড়ায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় অপহরণের দেড় মাস পর অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার, অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের বিবেক বাড়ৈর বাড়ি থেকে অপহৃতা দীপা বাড়ৈ উদ্ধার করে অপহরণকারী তমাল বাড়ৈকে গ্রেফতার করা হয়। অপহৃতা ছাত্রী দীপাকে সোমবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ও অপহরণকারী তমালকে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় উপজেলার বাশাইল গ্রামের ভবতোষ সরকারের মেয়ে ও বাশাইল বালিকা বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্রী দীপা সরকার ২৪আগস্ট সকালে স্কুলে যাবার পথে একই এলাকার ত্তম বাড়ৈর ছেলে তমাল বাড়ৈ তার লোকজন নিয়ে জোর করে দীপাকে অপহরণ করে।

এ ঘটনায় অপহৃতার বাবা ভবতোষ সরকার বাদী ২৮ আগষ্ট অপহরণ মামলা করেন, নং-৭। মামলা দায়েরের পর ওসি আফজাল হোসেনের তৎপরতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল হোসেন দুই ঘন্টার মধ্যে অপহরণকারী তমালের বাবা উত্তম বাড়ৈকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছিলেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test